Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
ছবি
ডাউনলোড

মো: রিয়াজ আহমেদ জনাব মো: রিয়াজ আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সনের ২১ জানুয়ারী সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অধিদপ্তরের মহাপরিচালক পদে ২১ এপ্রিল ২০১৫ তারিখে যোগদান করেন। তাঁর জন্ম ২ ফেব্রুয়ারী ১৯৬১ সন। চাকুরী জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং মাঠ পর্যায়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা একং উপজেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ অনুযায়ী মহাপরিচালক অধিদপ্তরের নিম্নলিখিত দায়িত্ব পালন করে থাকেন। (১) অধিদপ্তরের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যাদি পরিচালনা করা; (২) অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণের কার্যাবলী তদারকি এবং তাদের দিক-নিদের্শনা প্রদান করা; (৩) এই আইনের বিধানাবলী সাপেক্ষে এবং সময় সময়, সরকার ও কাউন্সিল কর্তৃক নির্দেশিত কার্যাবলী, যদি থাকে, সম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করা; (৪) দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন বিষয়ে কার্যক্রম গ্রহনের জন্য কোন ব্যাক্তি কর্তৃক তদবরাবরে প্রেরিত পত্র ফ্যাক্স, ইমেইল ইত্যাদির ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা; (৫) তদ্ কর্তৃক সমীচীন ও প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সকল কার্যক্রম গ্রহর করা; এছাড়া সময় সময় সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ববলী পালন করা।